কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১ নং প্রাগপুর ও রামকৃষ্ণপুর ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে ফ্রান্স সরকার কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে শুক্রবার (৩০’অক্টোবর) বিকাল ৫ টার দিকে প্রাগপুর বাজারে মানববন্ধন ও তীব্র প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।
সমাবেশে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা মাশরিকুল ইসলাম, মাওলানাঃ জাহিদুল ইসলাম, মাওলানাঃ আব্দুল হামিদ, কারীঃ রুহুল আমিন, মুফতিঃ মাসুদ, মুফতিঃ আমিনুল ইসলাম, মুফতিঃ আব্দুল হান্নান, সফিউল ইসলাম সহ এলাকাবাসী।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান করেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান ।