বাংলাদেশ কৃষি প্রধান দেশ । দেশে শতকরা প্রায় ৭৫ ভাগ মানুষ কৃষি কাজ করে থাকেন । তারই ধারাবাহিকতায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নের দরবাসা গ্রামের ২ সফল যুবক চাষী বাবু ও পরশ ।
তারা লেখাপড়া শেষ করে চাকরি নামের সোনার হরিণ খুঁজে ব্যর্থ হয়ে তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে ড্রাগন ফল চাষ করতে শুরু করেন ।
ড্রাগন চাষী বাবু জানান, আমার এক একর জমিতে প্রতি বছরে তিন থেকে চার লাখ টাকা আয় হচ্ছে ।
তিনি আরও বলেন , আমি এক সময় বেকার ছিলাম তার পর ইউটিউব চ্যানেল থেকে আবার বিভিন্ন ড্রাগন বাগান থেকে এই চাষ পদ্ধতি শুরু করি এতে করে যেমন আমার বেকার জীবন কাটলো আবার বছর শেষে মোটা অংকের টাকা ঘরে আসছে ।
তিনি আরো জানান ,এই ড্রাগন ফল ২০০ গ্ৰাম থেকে ৩০০ গ্ৰাম ওজন হয় আর প্রতি কেজি ফল পাইকারি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বিক্রয় হয় ।
ড্রাগন চাষী পরশ বলেন, আমি অনেক জায়গায় চাকরির জন্য দরখাস্ত করেছি কিন্তু বার বার ব্যর্থ হয়েছি । পরিশেষে বেকারত্ব দূর করতে এই ড্রাগন ফল চাষ শুরু করি তাতে আমি সফলতা পেয়েছি আমি বলতে চাই আমাদের দেশে অনেক বেকার মানুষ আছে তারা যদি আমাদের মত নিজেরাই উদ্যোক্তা হয়ে ড্রাগন ফল চাষ করে তাহলে আমাদের বেকারত্ব ও দুর হবে পাশাপাশি মোটা অংকের টাকা ও উপার্জন করতে পারবো ।