কুষ্টিয়ার কুমারখালী-খোকসা-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এর সাথে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ।
শনিবার (২৪’অক্টোবর) কুমারখালীস্থ সাংসদ সেলিম আলতাফ জর্জ এর নিজ অফিস কক্ষে এই শারদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে ।
কুমারখালী পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শংকর মজুমদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমারখালীর সফল পৌরপিতা সামসুজ্জামান অরুন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদের কুষ্টিয়া জেলার সাধারন সম্পাদক নিতাই কুমার কুন্ডু্,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুমারখালী শাখার সভাপতি নব কুমার দত্ত ,যুগ্ন-সাধারণ সম্পাদক ডাঃ অরুন কুমার বিশ্বাস,,দেবদুলাল বিশ্বাস, ৯ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব উদ্দিন , যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম , কুমারখালী পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি সঞ্জয় চাকী ও সাধারণ সম্পাদক সহ কুমারখালী উপজেলার ৫৫টি দূর্গা পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অনান্য নেতৃবৃন্দ ।
এসময় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন ,ধর্ম যার যার উৎসব সবার । এই উৎসব কে কেন্দ্র করে কোন কুচক্রি মহল সরকারের সুনাম ,ভাব মূর্তি নষ্ট ও সাম্প্রদায়িক সংঘাত যেন সৃষ্টি করতে না পারে সে জন্য তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান ।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. জয়দেব কুমার বিশ্বাস বলেন,বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মরণছোবল থেকে কেউই রক্ষা পাচ্ছে না। ধনী-গরীব, কোটিপতি, ক্ষমতাবান, দরিদ্র কিংবা খেটে খাওয়া মানুষ, সবাই কিন্তু এর আওতাধীন। বেঁচে থাকলে আবার উৎসব আসবে-সে জন্য কেভিড-১৯ এর ছোবল থেকে রক্ষা পেতে সরকার ঘোষিত ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সকল নিয়ম মেনে পূজা অর্চনার আহবান জানান ।
এসময় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ উপজেলার প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন ।