কুষ্টিয়ার খোকসায় শারদ উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় খোকসা থানা চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার আয়োজন করে খোকসা থানা পুলিশ। সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।
বৈশ্বিক মহামারী করোনার কারনে এ বছর সনাতন ধর্মালম্বীদের বড় দূর্গোৎসব পালন করা হবে স্বাস্থ্যবিধি মেনে। অনাড়ম্বর ভাবে মন্দিরে মন্দিরে চলবে দূর্গাপূজা, উচ্চ স্বরে বাজবে না মাইক, থাকবে না আলোকসজ্জা।
এ আলোচনায় অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিভিন্ন দিক নির্দেশনায় বলেন, এবছর মন্দিরে থাকবে না আনসার বাহিনী তবে মোবাইল টিম সব সময় নজর রাখবে প্রতিটি মন্দিরে। তিনি আরও বলেন প্রতিটি মন্দিরে সি সি ক্যামেরার আওতায় আনতে হবে কিন্তু যে মন্দিরে সি সি ক্যামেরা নেই তাদের ভাড়া করে হলেও এ ব্যবস্থা গ্রহন করতে আহবান জানান। স্বাস্থ্য বিধি মেনে শান্তভাবে এবছর দূর্গোৎসব সম্পন্ন করতে আহবান জানান।
কেন্দ্রীয় দূর্গাপূজা মন্দিরের সভাপতি প্রতাপ আদিত্য বলেন, স্বাস্থ্য বিধি মেনেই কালীবাড়ি মন্দিরে চলবে শারদ উৎসব। মন্দিরের প্রবেশ মুখে থাকবে স্যানিটাইজার এবং মাস্ক না থাকলে মন্দিরে প্রবেশে থাকবে বাধা নিষেধ।
আলোচনা সভায় উপজেলার প্রতিটি মন্দিরের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।