সাতক্ষীরার কলারোয়ায় এক রাতে ১২’শ বিঘা জমিতে পানি সরবারাহের একমাত্র সেচ পাম্প (গভীর নলকূপ) এ সংযুক্ত পল্লী বিদ্যুৎ এর দুইটি ট্রান্সমিটার ভেঙ্গে কপারের তার, কয়েল ও তেল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে ।
সোমবার (১২’অক্টোবর) রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদর কাটি শেখপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটেছে।
সেচ পাম্পটি বর্তমানে বিদ্যুৎহীন হওয়ায় প্রায় ১২শ বিঘা জমিতে ধান ও মৌসুমি সবজি চাষীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন৷
এলাকাবাসী জানান, সোমবার রাতে চোরেরা প্রাইমারি স্কুল সংলগ্ন শেখপাড়া মাঠের ডিপ টিউবওয়েলে দেওয়া পল্লী বিদ্যুৎ এর ১০ কেভির দুইটি ট্রান্সমিটার ভেঙ্গে প্রয়োজনীয় সব চুরি করে নিয়ে গেছে।
ভুক্তভুগী মহলের দাবী করেন যেন অতি দ্রুত সেচ পাম্প চালু হয়- সেজন্য বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।এলাকাবাসী ট্রান্সমিটার চুরির ঘটনায় সেচ পাম্পটি বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে।এদিক দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা চালু না হলে কৃষি আবাদের ক্ষতি হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য আসলাম আলী দুলাল বলেন, চুরির ঘটনায় ডিপ মালিকের প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ এ ব্যাপারে মোঃ আঃ মালেক বাদী হয়ে থানায় জিডি এন্টি করেছে যার নং-৫১০তারিখ-১৩.১০.২০ ।