শ্রাবণ মাসে গ্রামে থাকলে একমাত্র শ্রাবনের প্রকৃত রুপ দেখা যায়।সারাদিন ঝুম বৃষ্টি, কৃষকের বৃষ্টিতে ভিজে সারাদিন কাজ, পাট কাটা, ধান লাগানো৷গৃহবন্দী জীবন৷ মা,বোনের পারিবারিক গল্প সাথে নতুন কাথা সেলাই। টিনের চালে অবিরাম বৃষ্টি৷ রাস্তা কাদায় মাখামাখি, পুকুর ভরা,পানি, চারিদিকে সবুজের রুপ ছোয়া, বৃষ্টি ভেজা খেলার মাঠ…. আনন্দময় শৈশব।
সবচেয়ে উপভোগ্য এরকম রাস্তায় হাটা৷ প্রচুর বিরক্ত লাগে আবার বর্ষা চলে গেলে এই রাস্তার জন্য খারাপ লাগে । কাঁদায় পা ডুবিয়ে হেটে চলার এক আনন্দ আছে। তারচেয়ে বিরক্তই বেশি৷ তবুও শ্রাবণ চলে গেকে প্রকৃতি যেন তার আদি রুপ নিয়ে চলে যায়। পড়ে থাকে রুক্ষতা।
লেখকঃ