বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শনিবার (০৩’অক্টোবর) শ্রী শ্রী গোপিনাথ জিউর মন্দির প্রাঙ্গনে সকাল ১১ টার দিকে শারদীয় দূর্গোৎসবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় ।
কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.জয়দেব বিশ্বাসের সঞ্চালনায় কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নরেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির নেতা,কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পি পি ও কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.অনুপ কুমার নন্দী ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি বিশ্বজিত বিশ্বাস , সহ-সভাপতি চিত্ত রঞ্জন পাল , সহ-সভাপতি দুলাল দেবনাথ,বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন ঘোষ , কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার,বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন ও কুষ্টিয়া জেলার সকল উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
জানা যায়,আসন্ন দূর্গোৎসব সুষ্ঠ ভাবে উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ ব্যপক প্রস্থুতি গ্রহণ করেছে ।
অনুষ্ঠানে বক্তারা ,করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ২৬ দফা নির্দেশনা মেনে জেলা শহরসহ সকল উপজেলার পূজা মন্দিরে শারদীয় দূর্গোৎসব উদযাপন করার জন্য নির্দেশ দিয়েছেন ।