মাননীয় আইজিপি ড.বেনজীর আহমেদ বিপিএম (বার)এর নির্দেশক্রমে কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর তত্বাবধানে খোকসা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা এর সার্বিক ব্যবস্থাপনায় শনিবার ( ০৩’অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে খোকসা থানাধীন শিমুলিয়া ইউনিয়নে ৮নং বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন খোকসা থানার ইন্সপেক্টর(তদন্ত) ইদ্রিস আলী, সভাটি পরিচালনা করেন বিট অফিসার মোঃ রফিকুল ইসলাম ।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ মজিদ খান।
এছাড়াও বক্তব্য রাখেন মোঃ সান্টু মেম্বার, বিলজানি বাজার কমিটির সভাপতি মোঃ আনছার আলী, হযরত আলী ও মোঃ আশরাফ আলী ।
সভায় ইন্সপেক্টর(তদন্ত) ইদ্রিস আলী তার বক্তব্যে বিট পুলিশিং কি, এর লক্ষ্য ও উদ্দেশ্যে কি, বিট পুলিশিং এর গঠন ও কর্মকৌশল নিয়ে উপস্থিত জনগনের মাঝে বিট পুলিশিং এর বিশদ ব্যাখ্যামুলক আলোচনা করেন। সভায় আনুমানিক শতাধিক বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।