কুষ্টিয়ার খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা সাংবাদিকদের সাথে আজ বুধবার(৩০’সেপ্টেম্বর) মত বিনিময় করলেন ।
এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার চৌকস অফিসার ওসি (তদন্ত) ইদ্রিস আলী, খোকসা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় অপরাধ অনুসন্ধান পত্রিকার স্টাফ রিপোর্টার ফিরোজ হোসেন , খোকসা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও জিবাংলা টেলিভিশনের খোকসা উপজেলা প্রতিনিধি পুলক কুমার সরকার ,খোকসা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা ,সাধারণ সম্পাদক সাবুর আলম চঞ্চল,খোকসা রিপোটার্স ক্লাবের সভাপতি মিলন খান,সাংবাদিক হুমায়ুন কবির , খোকসা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি সজল রায় , সহ-সাধারণ সম্পাদক-রুহুল আমিন পিয়াস,সাংগাঠনিক সম্পাদক-নুর আলম পাপ্পু,বার্তা সম্পাদক- মমিন হোসেন ডালিম ,প্রচার ও প্রকাশনা সম্পাদক-নাজমুল হাসান , এ প্রজন্মের তুখোর সাংবাদিক ওবাইদুর রহমান আকাশ , জিবাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি নোবাজ্জেল হোসেন ,মতিয়ার রহমান ,বিজয় শর্মা,সাংবাদিক লতিফ প্রমুখ।
খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন , খোকসার মানুষের দ্রুত সেবা দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি । খোকসা পৌরসভায় ৩ টি ও প্রতিটি ইউনিয়নে ১ টি করে খোকসা উপজেলাকে মোট ১২ টি ইউনিটে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছি ।
তিনি আরো বলেন , খোকসা হবে এক শান্তির জায়গা এবং খোকসা থানা এলাকায় কোন সন্ত্রাসীর আশ্রয় স্থল হবে না ।
খোকসা থা্না এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সহায়তা চাইলেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।