মায়ের অধিকার
– সুপ্রিয়া বিশ্বাস
ভুমিষ্ট হয়েছো তুমি আমার গর্ভ থেকে
আমি হয়েছি গর্বিত মা জননী।
বিধাতার সর্বোত্তম দান তুমি।
তোমার প্রতিক্ষায় আমি অপেক্ষা করেছি
নয় মাস দশদিন অধীর আগ্রহ ভরে।
চোখে মুখে সর্ব শরীরে ধারণ করেছি স্বপ্ন।
তোমার আগমনী বার্তা আমাকে দিয়েছে স্বর্গসুখ।
তুমিই আমার জীবনের সেরা রত্ন।
এক হাতে স্বর্গ আরেক হাতে তোমাকে নিয়ে,
বিধাতা যদি আমায় প্রশ্ন করে এখনো-
কি চাও তুমি?
আমি অবলীলায় বলে দেবো
চাইনা স্বর্গ, তোমাকে চাই আমি।
আমি যে গর্বিত মা জননী।
তোমার আর্বিভাব আমার কাছে
স্বর্গের চেয়েও দামি।
তোমার ঘর আলো করে শুভক্ষন দেখে
বাদ্য বাজনা বাজিয়ে এনেছি সোনা বৌ,
তোমাদের খুঁনসুটিতে মাতিয়ে রাখবে আমায়।
নাতি পুতি এসেছে ঘর আলো করে,
তাদের সাথে খেলবো ঘরময়,
দুলবো দোলনায়।
অভিমানে গাল ফোলাবো,
এ যে আমার অধিকার।
আমি যতদিন বাঁচবো ততদিন,
তোমার মা ডাক শুনে ঘুমাতে যাবো,
ঘুম থেকে উঠেই তোমার মা ডাক শুনবো।
সকাল সন্ধ্যায় সারাক্ষন সারাবেলা
তোমার সোনামুখ দেখে তৃপ্ত হবো
এ যে আমার একান্ত চাওয়া,
আমার অধিকার।
অথচ তুমি বললে মা যাও বৃদ্ধাশ্রমে
আমি নাকি বড়ই বেমানান এ সংসারে ।
চোখের জলে জানালাম আকুতি
তুমি ছিলে নির্বিকার।
আজ তোমা থেকে বহুদুরে নির্বাসনে।
পড়ন্ত বেলায় ব্যথাতুর নয়নে ,
চেয়ে থাকি পথপানে নিষ্পলকে।
তুমি আসবে,মা মা বলে ডাকবে
ফিরিয়ে দেবে অভাগী মায়ের
ভালোবাসাময় সব অধিকার।
এ জাতীয় আরো খবর ....