কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ এক অভিযানে পৌরসভার ফারাকপুর ২ নং ওয়ার্ডে সানজিদা ইয়াসমিন কাকলি(১৬) পিতা-আবুল কালাম আজাদ’র বাল্যবিবাহ আয়োজনের দায়ে তার দাদা মোতালিব,পিতা মৃত মফিজ উদ্দিন মন্ডলকে কারাদন্ড ও জরিমানা করেছেন।
শুক্রবার (২৫’সেপ্টেম্বর) এই অভিযান পরিচালিত হয়।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক কনের দাদাকে ৩( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কনেকে বাড়িতে রাখা ও বিয়েতে সার্বিকভাবে সহযোগিতা করার দায়ে একই আইনে রায়হান (২২) পিতা মিরাজুল ইসলাম কে ৫০,০০০( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আইন শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ।