কুষ্টিয়া জেলার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে টয়লেটে ডেকে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে নায়েব আলী (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৫’সেপ্টেম্বর) ভোরের উপজেলার চাঁদপুর ইউনিয়ের স্কুল পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত নায়েব ওই এলাকার উকিলের বখাটে ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি তাদের বাড়ির আঙিনায় ধুলোমাটি নিয়ে খেলছিলো এমন সময় লম্পট নায়েব চকলেটের লোভ দেখিয়ে ফুসলিয়ে পার্শ্ববর্তী শফিকের নির্জন বাড়িতে নিয়ে গিয়ে কাঁচা পায়খানার পূর্বপাশে বলাৎকার করে।
এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সে দৌড়ে পালিয়ে যায়।
পরে শিশুটির মা থানায় অভিযোগ দিলে নায়েব আলীকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১ তাং ২৫/০৯/২০২০।
কুমারখালী থানার ওসি মোঃ মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু বলৎকারের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আসামীকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে।