কুষ্টিয়ার কুমারখালী পৌর মেয়র সামসুজ্জামান অরুণ এর বিরুদ্ধে অসত্য সংবাদ প্রকাশের জন্য কুমারখালী পৌর মেয়রের কক্ষে (২৪’ সেপ্টেম্বর ) সকাল ১০টার সময় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সময় পৌর মেয়র অরুণ বলেন পত্রিকায় ঠিকাদারি কাজের বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়। তা আদৌও সঠিক নয়,এটা অসত্য, ভিত্তিহীন।
মেয়র আরো বলেন আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে আমার রাজনৈতিক চরিত্র হরনের চেষ্টা করছে একটি মহল।
উল্লেখ্য,কুমারখালী পৌরসভার মেয়রের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর জাতীয় পত্রিকায় ‘ দরপত্র ছাড়াই পাঁচটি উন্নয়নকাজ সম্পন্ন ‘ এবং পরেরদিন বুধবার ‘ দরপত্র ছাড়াই উন্নয়নকাজ, এভাবেই চলছে একটি পৌরসভা’ শিরোনামে সম্পাদকীয় কলামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুণ।
এসময় পৌর মেয়র আরো বলেন ,আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে কুমারখালী থানায় ডিআইজি প্রিজন পরিদর্শনের লক্ষ্যে ওসি ও সংসদ সদস্যের সম্মতিক্রমে থানার সৌন্দর্য্য বর্ধণে পানির ফোয়ারা, প্যারেড গ্রাউন্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সড়কে দুর্ঘটনা এড়াতে এসপি মহোদয়ের নির্দেশে পৌর বাস টার্নিমাল সংস্কারের কাজ করা হচ্ছে। শুধু সময়ের সাথে মিল রেখে জনগনের চাহিদা মিটানোর জন্যই কাজগুলো করা হচ্ছে।তবে কাজ শেষ হয়নি এখনো চলমান। মেয়র বলেন, উক্ত কাজ সমূহের দরপত্র ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পৌরসভার তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স ওমর ট্রেডার্স, কেয়াম এন্টারপ্রাইজ ও অজয় কুমার কাজ করছে।
যেহেতু ই- টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নির্ধারিত হবে, তাহলে চলমান কাজের ঠিকাদার কাজ না পেলে কি করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিকাদাররা সবাই স্থানীয়। এলাকার উন্নয়নের স্বার্থে তাদের সাথে পরে সমন্বয় করা হবে। চলমান উন্নয়ন কাজের প্রকল্প নাম ও প্রাক্কলিত ব্যয় কত ধার্য হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এডিবি’র অর্থায়নে কাজ গুলো হবে কিন্তু অর্থ পাওয়া যায়নি এখনও এবং দৃশ্যমাণ কাজে পৌরসভার একটি টাকাও ব্যয় করা হয়নি। এই ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই সময় সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুল রহমান,২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম ( বাবু) ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ হারুন,৪ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ খান,৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম, রফিক,৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার ইসলাম (হিরো) ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আকাম উদ্দিন শেখ (আকাই) ৮ নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন শেখ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুল রহমান।