সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা অফিসার্স ওয়েল ফেয়ার ক্লাবের আয়োজনে আজ বুধবার(২৩’সেপ্টেম্বর) বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মৌসুমী জেরীন কান্তা, উপজেলা নির্বাহী অফিসার কলারোয়া, সাতক্ষীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি অফিসার,উপজেলা মৎস্য অফিসার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার,উপজেলা সমাজ সেবা অফিসারসহ কলারোয়া উপজেলার অন্যান্ন কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরিন কান্তা সদ্য বিদায়ী কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মুনীর-উল-গীয়াসের নতুন কর্মস্থলে যোগদানের জন্য দোয়া ও শুভকামনা জানান।
জানা যায় ,কলারোয়া থানায় ১ বছর ৪মাস দায়িত্ব পালন করার পর তাঁকে চট্রগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে।