কুষ্টিয়ার কুমারখালীতে আজ সোমবার(২১’সেপ্টেম্বর) বাল্য বিবাহ, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমারখালী পাবলিক লাইব্রেরি হলরুমে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাজিবুল ইসলাম খাঁন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী থানার ওসি তদন্ত মামনুর রশিদ, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান, সিনিঃ প্রমোটর অফিসার ইসরাইল হোসেন প্রমূখ।
কুমারখালী ওয়েভ ফাউন্ডেশন ও কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে আলোচনা সভা পরিচালনা করেন মহেন্দ্রপুর কিশোরী ক্লাবের সভানেত্রী কুলছুম খাতুন।