সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট গ্রামের দরিদ্র শেখ তৌহিদুর রহমানের কন্যা সাদিয়া আফরিন তন্নী ।
জানা গেছে ,সাদিয়া আফরিন তন্নী বাগাআচড়া গার্লস স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী । স্কুলে হঠাৎ করে একটি বেঞ্চের আঘাতে তার বাম পায়ে ক্ষত হয় । সেখান থেকে সৃষ্টি হয় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ।
সাদিয়া আফরিন তন্নী’র পিতা তৌহিদুল রহমান বলেন, ৫ লক্ষ টাকা খরচ করে তবুও এখনো ঠিক হয়নি তার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার । তন্নি ১৩ বছর বয়সে পা দিয়েছে মাত্র।
বর্তমানে তন্নি ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । তন্নী’র পরিবার বলছেন তার চিকিৎসার জন্য এখনো প্রয়োজন ছয় লক্ষ টাকা । কিন্তু তাদের পক্ষে এত টাকা জোগার করা সম্ভব হচ্ছে না । তাই সকলের কাছে সাহায্য চেয়েছেন তার পিতা দরিদ্র শেখ তৌহিদুর রহমান ।
আসুন আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই । আমাদের সকলের প্রচেষ্টায় একটি নতুন ফুলকে নতুন ভাবে বাঁচতে পারি ।
তন্নী বলছে আমি কি আবার আগের মত স্কুলের বন্ধুদের সাথে খেলতে পারবো, স্কুলে যেতে পারবো, আমি বাঁচতে চাই, সকলের কাছে আমার আবেদন।
আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সাতক্ষীরা জেলার বর্তমান সময়ের প্রাণ জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ
ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নম্বরঃ৪১০০০২৩৬
বিকাশ নম্বরঃ০১৭৩৫০২০৮১৯