“জনসাধারণকে মাস্ক পরাতে অভ্যস্ত করতে মোবাইল কোর্টের অভিযান চালাতে হবে” – মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুশাসন কার্যকর করতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া’র নির্দেশনামতে আজ বৃহস্পতিবার (১৭’সেপ্টেম্বর) বিকাল ৫-৪৫ টা থেকে রাত ৭-৩৫ টা পর্যন্ত শেরপুর উপজেলার মহিপুর কলোনী, মহিপুর বাজার, বনমরিচা তিন রাস্তার মোড়, হাপুনিয়া, গোসাইবাড়ি বটতলা বাজার, কলেজ রোড, পুন্নাতলা মোড় এলাকায় জনসচেতনতামূলক অভিযান চালানো হয়। এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনসাধারণকে মাস্ক ব্যবহার করতে মাইকিংযোগে উদ্বুদ্ধ করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় তথা মাস্ক না পরায় ১ হোমিওপ্যাথি ডাক্তার, ২ ঔষুধের দোকানদারসহ মোট ৭ জনকে ২০০০/- টাকা জরিমানা করা হয়।
জনসচেতনতামুলক অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ লিয়াকত আলী সেখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মোঃ লিয়াকত আলী সেখ বলেন,জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।