প্রতি মূহুর্তের আতঙ্ক করোনা পরিস্থিতিতে দেশের সকল বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে । দীর্ঘদিন বন্ধ থাকার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ী খুলে দেয়া হয়েছে । তবে কুঠিবাড়ী খোলা থাকলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমনই নির্দেশনা দিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ।
এ বিষয়ে শিলাইদহ কুঠিবাড়ির কাস্টোডিয়ান মখলেছুর রহমান বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিলাইদহে কুঠিবাড়ী বুধবার থেকে খোলা হয়েছে। দর্শনার্থী ও পর্যটকদের জন্য কুঠিবাড়ী পুরোপুরি উম্মুক্ত করে দেয়া হয়েছে।
তবে পুর্বে ঘোষিত নিয়ম অনুযায়ী রবিবার বন্ধ, সোমবার অর্ধ দিবস এবং অনান্য দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকবে। তবে দর্শনার্থী ও পর্যটকদের কুঠিবাড়িতে আসতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।