কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ও শিলাইদহ ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানা গুনজন।
তবে আগামী নন্দলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণদের অধিকার আদায়, শিক্ষার মান শক্ত করন ও মাদক মুক্ত ইউনিয়ন বাসীর অধিকার সম্পন্ন করতে নির্বাচনে লড়তে চান দুই বন্ধু।
নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লড়তে চান শেখ মিজানুর রহমান লিটন আর শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে লড়তে চান রাইসুল ইসলাম। এমনি গুনজন শোনা যাচ্ছে ইউনিয়নের যুবসমাজের মধ্যে ।
একাধিক সূত্রে জানা যায়, রাইসুল ইসলাম সাবেক কুমারখালী কলেজ ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি দায়িত্ব পাল্পন করছেন।
আর শেখ মিজানুর রহরান লিটন শেখ কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র মৈত্রির প্রচার সম্পাদক এবং পরবর্তিতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যোগ দেন। তবে গন জরিপে দেখা গেছে দুজনেরই ভোটের খনি ইয়াং জেনারেশনের । ইয়াং জেনারেশনের ৭৫% সমর্থন রয়েছে তাদের দখলে রয়েছে বলে ধারণা করা হচ্ছে ।
এদিকে আলোচনা-সমালোচনা যাই হোক একটি বিষয় ফুটে উঠেছে তরুণ সমাজ লিটনকে নিয়ে বেশ আগ্রহী। ইউনিয়নের তরুণ তরুণীরা শেখ মিজানুর রহমান লিটনকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তুমুল ঝড় তুলেছে । হাজার হাজার আইডির টাইমলাইনে লিটনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এমন পোস্টার-ব্যানার পোস্টে ভরিয়ে ফেলেছে ইউনিয়নবাসী। তবে এমন প্রচারণা দিনে দিনে বাড়ছে সেই সাথে বাড়ছে জনপ্রিয়তা ।
শেখ মিজানুর রহমান লিটন শেখের সাথে কথা হলে তিনি জানান, আমার কখনই নির্বাচন করার ইচ্ছে ছিলোনা, তবে আমার শুভাকাঙ্ক্ষী তরুণ সমাজসহ সবার অনুপ্রেরণায় আগামী ২০২১ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে লড়তে চাই।
জানা গেছে, এখন পর্যন্ত এদের দুই বন্ধুর যুবসমাজের কাছে রয়েছে আকাশ চুম্বি জনপ্রিয়তা ।
উল্লেখ্য,বর্তমানে নন্দলালপুর এবং শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামীলীগ নেতা নওশের আলী বিশ্বাস ও সালাউদ্দিন খান তারেক।