কুষ্টিয়ার খোকসা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা যোগদানের পরে তার নির্দেশে খোকসা থানা পুলিশের ঝটিকা অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১৬’সেপ্টেম্বর) থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা নেতৃত্বে থানার চৌকস অফিসার ও ফোর্সদের সমন্বিত টিমের প্রচেষ্টায় খোকসা থানার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৩জন আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, আইন কেউ হাতে তুলে নেবেন না।আইন অমান্যকারী দেশ ও দশের দুশমন।আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমি তৎপর। আইন তার নিজস্ব গতিতেই চলবে ।