কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিভিন্ন জলাভুমি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত,প্লাবন ভুমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ করা হয়েছে ।
২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আজ সোমবার (১৪’সেপ্টেম্বর) পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান ,উপজেলা কৃষি অফিসার এ কে এম কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, খামার ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন, নির্বাচন অফিসার গোলাম আযম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান , টিপু সুলতান প্রমুখ।
জানা যায়, ১৫ টি জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে ৪০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা প্রদান করা হয়।