সাতক্ষীরার কলারোয়ায় সরকারি বিধি বিধান না মেনে ক্লিনিক পরিচালনা করায় মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভঙ্গের অপরাধে কলারোয়া শিশু ও জেনারেল হাসপাতালকে ৪০,০০০ হাজার টাকা এবং হাফিজা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার (১৩’সেপ্টেম্বর) কলারোয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কতৃক পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয় ।
এসময় উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।