চতুর্দিকে মুখোশধারীরা করে
অবাধ বিচরণ,
হঠাৎ আসন্ন বিপদ নিয়ে
সদা তটস্থ মন।
সামনে তারা অতি আপন
আত্মীয় আত্মার,
পিছনে আবার জাতশত্রু
হাতে নিয়ে তলোয়ার।
মুখে ছড়ানো মমতার বাণী
অন্তরে ঈর্ষার চাষ,
মিষ্টি কথায় মন ভুলিয়ে
করে সর্বনাশ।
প্রতারণা আর মিথ্যার দাপটে
মানবতা হচ্ছে শেষ,
চতুর্দিকে আজ জাল পেতেছে
ভয়ংকর ছদ্মবেশ।
লেখকঃ
রাশেদ হাসান রিয়াজ
উপজেলা মৎস্য অফিসার
খোকসা, কুষ্টিয়া ।
প্রকাশকালঃ২০ জুলাই ২০২০ ইংরেজি , 0৬ শ্রাবণ ১৪২৭ বাংলা।
সম্পাদকের দু’টি কথাঃ
কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে।প্রকাশ করলাম দেশ-বিদেশের পাঠকের উদ্দেশ্য। আশা করছি আপনার লেখা কবিতা পড়ে পাঠক আরও মুগ্ধ হবে ।প্রিয় রাশেদ হাসান রিয়াজ ভাইকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।শুভ কামনা চিরন্তন।
ধন্যবাদান্তে
পুলক কুমার সরকার
সম্পাদক ও প্রকাশক
দৈনিক বাংলার রূপকথা
ও
সম্পাদক (ভারপ্রাপ্ত)
মুজিব৭১বাংলা
ও
স্টাফ রিপোর্টার
দৈনিক সময়ের কাগজ