কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন জলাভুমি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত,প্লাবন ভুমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ করা হয়েছে ।
২০২০-২১ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আজ বৃহস্পতিবার (১০’সেপ্টেম্বর) পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার ড. মোঃ মাহবুবুর রহমান তালুকদার।
এছাড়াও সেখানে ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ অফিসার পলাশ চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক এবং মৎস্য অফিসের কর্মচারীগণ।
প্রথমে উপজেলা পুকুরে তারপর থানা পুকুরসহ উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।