কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (০৯’সেপ্টেম্বর)দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া ওই শিশুর নাম তৃষাণ (০৭)। সে একই এলাকার আহম্মদ ডাক্তার এর ছেলে ।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দয়ারামপুর শ্মশানের পাশেই বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলো তৃষাণ। মাছ ধরার এক পর্যায়ে নদীর পানিতে পড়ে যায়। সাথে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানিতে খোঁজাখুঁজির ১ ঘন্টা পর উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, নদীর পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।