আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’। করোনার ক্রান্তিকালে সারাবিশ্বের মত সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন প্রমূখ।
উল্লেখ্য ,ইউনেস্কো’র উদ্যোগে ১৯৬৬ খ্রিষ্টাব্দের ৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ পালন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ খ্রিষ্টাব্দে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে।