সাতক্ষীরার কলারোয়াতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার কন্যা ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৮’সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে কার্যালয় সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কে সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহন করেন ।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরীন কান্তা’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু । তিনি এই হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আনসার সদস্য নিয়োগের ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন। তিনি একই সাথে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তাসহ সকল জনসাধারণের জান ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন প্রমূখ।
এ সময় দেশবাসীর কাছে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থ্যতা কামনায় দোয়া কামনা করা হয়।