সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে সোমবার (০৭’সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে মোতাবেক এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ সময় কাজিরহাট ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপু রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ স্বপন প্রতিষ্ঠাতা সভাপতি কাজীরহাট ডিগ্রি কলেজ ও সভাপতি কলারোয়া উপজেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনজির হেলাল , সাংগঠনিক সম্পাদক কলারোয়া উপজেলা আওয়ামী , মেহেদী হাসান ফাহিম সভাপতি কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ , আমির হোসেন মুন্না সাবেক সভাপতি ৮নং কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগ, মোঃ রাজু সভাপতি ,৬ নং সোনাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ, মনঞ্জুরুল সোহাগ সাবেক সহ-সভাপতি কলারোয়া উপজেলা ছাত্রলীগ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিনুর রহমান।