কুষ্টিয়া জেলার কুমারখালীতে ২০২০-২১ অর্থবছরে খরিপ -২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমারখালীর আয়োজনে রবিবার(০৬’সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল ইসলাম খান ২০০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি মাসকলাই এর বীজ, ১০ কেজি ডিএপি (ফসফেট) এবং ৫ কেজি এমওপি (পটাসিয়াম) সার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষিবিদ দেবাশীষ দাস ।