কুষ্টিয়ার কুমারখালী জাসদ কার্যালয় জাতীয় যুবজোট কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (০৩’সেপ্টেম্বর) বিকাল ৪টায় জাতীয় যুব জোটের 16 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।
যুবজোটের কুমারখালী উপজেলার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জেলা জাসদের দপ্তর সম্পাদক এ্যাডভোকেট জয়দেব বিশ্বাস ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জামান খোকসা উপজেলা যুবজোটের সভাপতি সম্রাট, জিল্লুর রহমান সাচ্ছু মোস্তাফিজুর রহমান মিলন জাসদ নেতা আব্দুর রহিম মেম্বার জাসদ নেতা আকবর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন স্বাস্থ্যখাত ব্যাংক শেয়ারবাজার সহ সকল ক্ষেত্রে দুর্নীতিবাজ ও রাষ্ট্রীয় লুটেরাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে এবং বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দেশে বিদেশে চাকরি চ্যুত বেকার যুবকদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন করতে হবে। বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন লুটপাট দুর্নীতি জঙ্গি সন্ত্রাস উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কে পরাজিত করে জননেতা হাসানুল হক ইনুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে ।