কুষ্টিয়ার কুমারখালীতে খরিপ-২ / ২০২০-২১ মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের জন্য ট্রেতে নাবী জাতের আমন ধানের চারা উৎপাদন ও বিনামূল্যে বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার((০২’সেপ্টেম্বর)দুপুরে উপজেলা কৃষি অফিস আয়োজনে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর মাঠে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় ।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার আফরিন সুলতানা প্রমূখ ।