কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের ধলনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০জন।
সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়ি ভাংচুর করা হয়েছে ।
আজ মঙ্গলবার (১’সেপ্টেম্বর) সকালে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ধলনগর গ্রামের রবি মালিথা ও শাহেদ আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
এসময় প্রায় ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
এলাকাবাসী ধারণা যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ করছে ।
কুমারখালী থানার ওসি মামুনুর রশিদ (ভারপ্রাপ্ত) জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে।