প্রকৃতির রূপে ঘেরা সুজলা সুফলা আমাদের সোনার বাংলাদেশ তার ই এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে চলনবিল নামক একটি স্থানে ।
সেখানে দীর্ঘ ৯বছর পর আবারো শাপলা ফুল ফুটেছে। এটা দেখে মেতেছে অনেক শিশু-কিশোর-কিশোরী। আনন্দে দিন কাটছে তাদের । অনেকদিন পর বিলে শাপলা ফুল দেখা দিয়েছে ।
শিশু-কিশোর-কিশোরীরা প্রতিদিন সকালে শাপলা ফুল তুলছে মনের আনন্দে অনেকেই তা বাড়িতে নিয়ে আসছে, যেন এক মনোরম সুন্দর পরিবেশ এটা দেখে এলাকার সবাই মুগ্ধ, আসলেই অনেক দিন পর আমাদের বিলে ফুটেছে শাপলা ফুল তাই আমাদের ছোট শিশু-কিশোর কিশোরেরা তাদের আনন্দ বিনোদনের জন্য বিলে শাপলা ফুল তুলছে ।
স্থানীয়রা জানান এই স্থানের সুন্দর পরিবেশ অনেক আগে দেখা দিয়েছিল । সেই সৌন্দর্য আবারো দেখা দিয়েছে । তবে এটার প্রকৃতির সুন্দর পরিবেশ মনমুগ্ধ আমরা অত্র এলাকাবাসী।