কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮’ আগষ্ট) আনুমানিক বিকাল পৌনে ৫টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে মোঃ মোকলেছ আলী (৩৩) নামের এক প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত প্রতারক মোকলেছ আলী কুষ্টিয়া মিরপুর উপজেলার লক্ষিধরদিয়াড় গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে ।
পুলিশ সুত্রে জানা গেছে গ্রেফতারকৃত প্রতারক মোকলেছ দীর্ঘদিন ধরে তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে কাউকে ডিসি ফাতেমা, এসপি জাহাঙ্গীর আলম আবার তার স্ত্রীকে ইউএনও পারভিন আক্তারের নামে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতরণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিলো।
এরই ধারাবহিকতায় ভেড়ামারার বিশিষ্ট জর্দ্দা ব্যবসায়ী জাকির হোসেনের কাছ থেকে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলে চাঁদা দেয়ার কথা বলে ৫ লাখ টাকাসহ বিভিন্ন সময়ে নানা অজুহাতে আনুমানিক ২২ লাখ টাকা আদায় করে ।
এছাড়াও আসামীর সহযোগী কথিত ডিসি ফাতেমার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে খাস জমি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবৎ মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে আসছে।
গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে ভেড়ামারা থানার মামলা নং-১৩, তারিখ-২৮/০৮/২০২০ খ্রিঃ, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(৩)/২৪(৩)/২৬(৩) রুজু হয়েছে বলে জানা গেছে ।