কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বুধবার (২৬’আগষ্ট) কোভিড-১৯ সংক্রমণ নিয়ে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।
তার এই অকাল মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
উল্লেখ্য গত ১৪ আগষ্ট তিনি করোনা আক্রান্ত হন । শ্বাস কষ্ট শুরু হলে ১৫ আগষ্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বেশ কয়েকদিন ঢাকার রাজার বাগ পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন ।