কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মাহফুজুর রহমান রিমুর বিরুদ্ধে করোনার ভূয়া সনদ দেওয়ার অভিযোগ উঠছে।
আজ বুধবার(২৬’আগষ্ট) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মিরপুর থানা পুলিশ হাসপাতালে এক অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে জানা গেছে।
এই ঘটনায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচএম আনোয়ারুল ইসলাম বাদি হয়ে রিমুর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে খবর পাওয়া গেছে ।