সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নতুন করে থানাস্টাফ সহ নতুন করে আরো ২ ব্যক্তির করোনা পজিটিভি হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১০২ জনে ।
নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে চাকুরীর সূত্রে বসবাসরত তৌফিকুল ইসলাম (৪০) ও তার স্ত্রী কাকলী আক্তার (৩৪)।
আক্রান্ত তৌফিকুল ইসলাম কলারোয়া থানায় ওয়ারলেস অপারেটর হিসাবে কর্মরত আছেন।
বর্তমানে উপজেলায় আজ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ১০২ জন । সুস্থ হয়েছেন ৮৮ জন। মৃত্যুবরণ করেছেন ৩ জন । আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন ।
বুধবার (২৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান নতুন করে ২ ব্যক্তির করোনা পজিটিভ’র বিষয়টি নিশ্চিত করেছেন ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান নতুন করে আক্রান্ত থানায় কর্মরত ব্যক্তির বসবাসরত বাড়িতে লকডাউন করা হয়েছে।