সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বুলবুল,জনস্বার্থে ও পৌরবাসিকে মহামারী করোনা ভাইরাস সংক্রমন এড়াতে জনগণকে সুস্থ ও নিরাপদে রাখার জন্য বিভিন্ন পয়েন্টে ৭টি হ্যান্ড ওয়াসিং ডিভাইস প্রদান করেন।
প্রাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় মঙ্গলবার(২৫’আগষ্ট) আনুমানিক বেলা সাড়ে ১১ টায় পৌরসভার অফিস চত্বরে করোনা ভাইরাস সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান বুলবুল, বিশেষ অতিথি প্যানেল মেয়র শেখ জামিল হোসেন,কাউন্সিলর রফিকুল ইসলাম, আকিমুদ্দীন আকি,পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী ইন্জিনিয়র ওজিহুর রহমান,বিদ্যুৎ উপ- সহকারী প্রকৌশলী এস এম সোহরাওয়ার্দী হোসেন,কর্মকর্তা কর্মচারী বৃন্দসহ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রাকটিক্যাল এ্যাকশানের কর্মকর্তা শাহানাজ পারভীন মিনা।