কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে আবেদের ঘাট নামক স্থানে, মঙ্গলবার দুপুর ১২ টার সময় নদী রক্ষা বাঁধ ও বসতবাড়ি রক্ষার স্বার্থে বালি কাটা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শামছুল আলম, নাসির উদ্দিন, হাচিনুর রহমান,মাহাবুবুর রহমান,খাইরুল ইসলাম শিবুল, ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, হাকিমুল ইসলাম। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাইদার আলী।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, এক শ্রেনীর প্রভাবশালী মহল নদীতে বালী উত্তোলন করছে।
তাদের বাঁধা দিতে গেলে ভয় ভিতি দেখায়, বিষয়টি উপজেলা প্রশানের নির্বাহী অফিসার শারমিন আক্তারকে বার বার জানানো হলেও তিনি কোন ধরনের কোন পদক্ষেপ নেন নাই। তিনি বড় অংকের টাকার বিনিময়ে বালি উত্তৈলনে সহযোগীতা করছে বলে যানা গেছে।
সভাপতির তার বক্তব্যে উল্লেখ করেন, এই বালি কাটার সাথে উপজেলা নির্বাহী অফিসার সরাসরি জড়িত আছে তার নেত্রীত্বে বালি উত্তোলন হচ্ছে। তা না হলে আমরা বার বার বলার পরে কোন ব্যবস্থা নেন নাই কেন।
তার পরেও একটি বিষয় আমি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার কে মুঠোফোনে জানায় আপনি এখন আসেন দেখেন বালি উত্তোলন হচ্ছে।
বলার দুই মিনিটের মধ্যে আমাকে বালি উত্তলন কারিরা ফোন দিয়ে বলছে হায়দার চাচা ইউ এন ও কে বলে কি করবেন। এতে কি স্পষ্ট হয়না তিনি জড়িতো।
আমরা এই ইউ এন ও’র আপসারন দাবি করছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা মিথ্যা।
আমার সাথে কোন যোগসাজশ নেই কোন বালি ব্যবসায়ীর সাথে। আমাদের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত চলছে।