হঠাৎ করে বাজারগুলোতে বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। সপ্তাহ খানেকের ব্যবধানেই কাঁচা মরিচের দাম বেড়েছে চারগুণ। এমনকি কোনো কোনো বাজারে কাঁচা মরিচের দাম কেজি ২০০ টাকা ছুঁয়েছে। তবে কুষ্টিয়া উপজেলার পৌর অঞ্চলের বাজারগুলোতে কেজি ১৬০ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে। টানা বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম এমন অস্বাভাবিক বেড়েছে বলে মত প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
এতে বাজারে গিয়ে কাঁচামরিচ কিনতে গিয়ে রীতিমত হতাশ ক্রেতারা । এ ব্যাপারে বাজার মনিটরিং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন ক্রেতারা ।
তবে ব্যবসায়ীরা বলছেন কয়েকদিন ধরে বৃষ্টির কারনে মরিচের খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়াও উত্তরাঞ্চলে বন্যা দেখা দেওয়ার ফলেও কাঁচামরিচের দাম বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন ভুক্তভুগীরা ।