কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর ঝিনুক বালীমহল নামক এলাকার কাশবন থেকে আজ শুক্রবার (২১ আগষ্ট) আনুমানিক সকাল ১০ টার দিকে মনোয়ার হোসেন (৫০) নামের এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বলে জানা গেছে ।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ আগষ্ট আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে এ আর কে নামক ড্রেজার বহনকারী বোর্ট’র মাঝি মনোয়ার হোসেন বোর্ট থেকে নদীতে পড়ে যায়। গতকাল সারাদিন অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি।
আজ উল্লেখিত কাঁশবনে একজনের মরদেহ দেখে জনতা পুলিশকে খবর দেয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিশ্চিত করেন লাশটি গতকাল নিখোঁজ হওয়া এআরকে বোর্টের মাঝি মনোয়ার হোসেনের।