কুষ্টিয়ার কুমারখালীতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার (২০’আগষ্ট) কুমারখালী পৌরসভা এবং বাজারের বিভিন্ন দোকানে ও রাস্তায় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী ৪টি মামলায় ৮ জনকে মোট ৩৫০০/- টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিবুল ইসলাম খান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান (ইউএনও) বলেন, যতক্ষণ বাইরে আছেন, আবশ্যিক মাস্ক ব্যবহার করুন। মাস্ককে পোশাকের অংশ বিবেচনা করতে হবে। কারো মাস্ক কেনার টাকা না থাকলে আমাকে জানান।
মোবাইল কোর্ট পরিচালনা কালে কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফ সহায়তা করেন ।
খোকসাতে করোনা’র থাবায় দ্বিতীয় মৃত্যু । এই খবরটি পড়তে এখানে ক্লিক করুন””click here””