সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের মাঝে জেলা প্রশাসন কতৃক প্রদত্ত পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্র বিতরণ করা হয়েছে ।
বুধবার (১৯’আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা সকল গ্রাম পুলিশদের হাতে একটি হাফ হাতা শার্ট, একটি ফুল শার্ট, দুটি ফুল প্যান্ট,একটি জ্যাকেট, একজোড়া জুতা, একটি ক্যাপ, বেল্ট, শোল্ডার, বাঁশি, লাঠি, একটি ব্যাগ, একটি বড় টর্চ লাইট সহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এসময় অত্র কার্যালয়ের সহকারি প্রোগ্রামার, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ১২ টি ইউনিয়নের গ্রাম পুলিশ গন উপস্হিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমী জেরিন কান্তা বলেন, করোনাকালীন সময়ে গ্রামপুলিশ নিজের পরিবার পরিজনের কথা না ভেবে উপজেলা প্রশাসনের সাথে সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করেছে।করোনার সাথে যুদ্ধ করে সাধারণ জনগণকে নিয়মিত সচেতন করে চলেছেন । তারা বিদেশ ফেরত ব্যক্তিদের এবং ঢাকা, নারায়নগঞ্জে সহ বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের তথ্য প্রেরন, বাড়িতে লাল পতাকা টানিয়ে ১৪ দিনের হোম কোয়ারান্টাইন নিশ্চিতের জন্য উপজেলা প্রশাসনের সাথে কাজ করেছেন। এছাড়া করোনাকালীন সময়ে এান বিতরন সহ বিভিন্ন ধরনের কাজ করেছেন। প্রয়োজনে অনেকের বাড়ীতে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়া আম্পান ও আম্পান পরবর্তী সময়ে জনগনকে সচেতন করা, সাইক্লোন শেল্টারে আনাসহ দূর্যোগ মোকাবেলায় কাজ করেছে। সম্পতি করোনা আক্রান্ত ও লকডাউনকৃত রোগীর বাড়িতে খাদ্য সামগ্রি পৌঁছান সহ নানাবিধ দায়িত্ব পালন করেই চলেছে।
জেলা প্রশাসন কতৃক প্রদত্ত পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্র গ্রাম পুলিশদের হাতে তুলে দিতে পেরে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেছেন ।